বায়ুসেনায় ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

author-image
Harmeet
New Update
বায়ুসেনায় ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

​নিজস্ব সংবাদদাতাঃ সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর দিল ভারতীয় বায়ুসেনা। এবার ভারতীয় এয়ার ফোর্সে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশ যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), মাল্টিটাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আপনি যদি আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

 পদের নাম- Supdt (স্টোর)

শূন্যপদ- 15 টি।

শিক্ষাগত যোগ্যতা- স্নাতক হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্টোর এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)

শূন্যপদ- 10 টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35 টি এবং হিন্দিতে মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে। 

পদের নাম- হিন্দি টাইপিস্ট


শূন্যপদ- 4 টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটারে হিন্দিতে মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।


পদের নাম- স্টোর কিপার

শূন্যপদ- 3 টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্টোর এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

Supdt (স্টোর) পদের জন্য পে লেভেল 4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন টাকা থেকে টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), হিন্দি টাইপিস্ট, স্টোরকিপার, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), কুক (অর্ডিনারি গ্রেড), পেইন্টার (স্কিলড), কার্পেন্টার (স্কিলড) পদের জন্য পে লেভেল 2 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন টাকা থেকে টাকা। হাউসকিপিং স্টাফ (HKS), মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ (MTS) পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন টাকা থেকে টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। নির্দিষ্ট ফর্মটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে 10 টাকার স্ট্যাম্প পেস্ট করে অর্ডিনারি পোস্টের মাধ্যমে এয়ার ফোর্স স্টেশনে পাঠিয়ে দিতে হবে। কোন পোষ্টের জন্য আবেদন করছেন তা খামের উপরে লিখে দিতে হবে। একাধিক পদে আবেদন করতে চাইলে প্রত্যেকটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠালে তা গ্রহণ করা হবে না।