New Update
/anm-bengali/media/post_banners/dHu4vxoSiuGENzE1R9q1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজো এমনই একটি উৎসব, যাতে মানুষ হাজার ঝড়-জল কাটিয়েও ঠাকুর না দেখে যান না। তাই অগত্যা পুজো উদ্যোগতাদেরও দর্শনার্থীদের জন্য এবং বিশেষ মানুষদের জন্য কিছু বিশেষ ব্যবস্থাও রাখতের হয়। তেমনই একটি পুজো হল '' হাতিবাগান সার্বজনীন ''।
​
তারা এমনিতে অগুনতি দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা না রাখতে পারলেও ত্রিপল, প্লাস্টিক, ছাতার ব্যবস্থা রেখেছে। তাদের পুজো মণ্ডপকে বৃষ্টির পক্ষে অনুকূলভাবেই তারা প্রস্তত করছে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us