চিতাদের আনতে দক্ষিণ আফ্রিকায় উড়ে গেল 'ব্যাঘ্রমুখী' বিমান

author-image
Harmeet
New Update
চিতাদের আনতে দক্ষিণ আফ্রিকায় উড়ে গেল 'ব্যাঘ্রমুখী' বিমান

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকা থেকে ৮টি চিতা আনার জন্য উড়ে গেল ভারতীয় বিমান। নামিবিয়ায় ভারতীয় হাই কমিশনের শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিমানের সামনের দিক জুড়ে রয়েছে বাঘের মুখ।কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব পোস্টটি রিটুইট করে লিখেছেন, "ভারত এই 'শুভেচ্ছা দূতদের' স্বাগত জানাতে অপেক্ষা করতে পারে না। তারা দেশে নীরব থাকার কয়েক দশক পরে পুরো দেশ আবার তাদের গর্জন শোনার জন্য অপেক্ষা করছে।" এই চিতাদের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হবে।