পার্লামেন্টে রাখা হল রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন

author-image
Harmeet
New Update
পার্লামেন্টে রাখা হল রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন

নিজস্ব সংবাদদাতা: রানী দ্বিতীয় এলিজাবেথ বুধবার শেষবারের মতো বাকিংহাম প্যালেস ত্যাগ করেন। তার কফিনটি একটি ঘোড়া-টানা বন্দুকের গাড়িতে করে সংসদ ভবনে নিয়ে যাওয়া হয়। কফিনটি সোমবার প্রয়াত রানীর অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত চার দিনের জন্য পার্লামেন্টা থাকবে বলে জানা যায়। লক্ষ লক্ষ লোক রানীকে  শ্রদ্ধা জানাতে আসবেন বলেও জানা যায়।