New Update
/anm-bengali/media/post_banners/lx83aRxOajvBfwIgoLEL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রানী দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করল রয়্যাল নেভি। প্রথম সি লর্ড অ্যাডমিরাল স্যার বেন কি মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, "রানির উদারতা, গর্ব এবং তার সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন তাকে রাজকীয় নৌবাহিনীর আজীবন বন্ধু করে তুলেছে। তাঁকে আমরা সবাই গভীরভাবে মিস করব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us