ফোনের ইন্টার্নাল স্টোরেজ বাড়ানোর কিছু টিপস জেনে নিন

author-image
Harmeet
New Update
ফোনের ইন্টার্নাল স্টোরেজ বাড়ানোর কিছু টিপস  জেনে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ আমাদের ফোনের  ইন্টার্নাল স্টোরেজ অনেকটাই শেষ হয়ে যায়। তাই কয়েকটা গান বা ছবি সেভ করে রাখতে না রাখতেই ফোন জানান দেয় যে স্টোরেজ স্পেস শেষ হয়ে আসছে। তাই অনেকে এক্সটার্নাল মেমরি কার্ড কিনে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে সকলেরই সেই উপায়ও নেই। কী করে এই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যায়? রইল কিছু সহজ উপায়।

১। যে অ্যাপগুলি আপনার নিত্য প্রয়োজনে লাগে না, সেগুলি প্রথমেই ডিলিট করে ফেলুন। অনেক অহেতুক অ্যাপ আমরা নামিয়ে ফেলি, কিন্তু কাজে লাগে না। দীর্ঘ দিন হয়তো খুলেও দেখলাম না। সেগুলি খালি খালি ফোনের জায়গা জুড়ে বসে থাকে।

২। অ্যান্ড্রোয়েড ফোনের জন্য স্মার্ট ক্লিনারের অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায়। রেটিং বেশি এমন কোনও ক্লিনার নামিয়ে নিন। নিয়মিত ক্লিনারের মাধ্যমে স্টোরেজ স্পেস ক্লিয়ার করুন। এতে নতুন ছবি, গান, ভিডিয়ো নামিয়ে সেভ করার জায়গা পাবেন। আবার ফোনও তাড়াতাড়ি কাজ করবে। হ্যাং করার সম্ভাবনা কমবে।