/anm-bengali/media/post_banners/FPnwoBsHvgTyAGBM1hmW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। জানানো হয়েছে, "প্রিমিয়ার লিগ উয়েফার সঙ্গে একমত হয়েছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্সেনালের প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করার ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে।
ম্যাচটি ১৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যাতে পিএসভি আইন্দহোভেনের বনাম আর্সেনালের উয়েফা ইউরোপা লিগের ম্যাচটি খেলার ব্যাপারে কোনও সমস্যা না হয়। আর্সেনাল বনাম পিএসভি আইন্দহোভেন ম্যাচটি বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন সেটা বৃহস্পতিবার ২০ অক্টোবর, সন্ধ্যা ৬ টায় হবে। আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচের জন্য একটি নতুন তারিখ যথা সময়ে ঘোষণা করা হবে।"
The Premier League has released the following statement regarding our game away at Arsenal ⤵️
— Manchester City (@ManCity) September 14, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us