সামাজিকতায় বিশ্বাসী ' দমদম পার্ক সার্বজনীন '

author-image
Harmeet
New Update
সামাজিকতায় বিশ্বাসী ' দমদম পার্ক সার্বজনীন '

নিজস্ব সংবাদদাতা: বিগত দুবছরের করোনাকালীন পরিস্থিতি আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। করোনার জন্য সারা বিশ্বেই জীবনযাত্রার ধরনে খানিক পরিবর্তন ঘটেছে। তবে দুবছরের যুদ্ধপথ অতিক্রম করে জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়েছে। তাই বাঙালির দুর্গাপূজাতেও আর কোনও বাধা নেই। বছরের এই একটি সময়ের প্রতীক্ষারও অবসান ঘটেছে। হাতে মাত্র আর কটা দিন পরেই দেবী দুর্গা তার চার সন্তান-সন্ততিদের নিয়ে মর্ত্যে আসবেন। তারই প্রস্তুতি চলছে পাড়ায় পাড়ায়। প্রায় সব পুজো কমিটিগুলোতে এখন সাজো সাজো রব। তেমনিই একটি পুজো কমিটি হল দমদম পার্ক সার্বজনীন। এবছর এই পুজোর মোট বাজেট হল প্রায় ৯ লক্ষ টাকা। তুলনামূলক স্বল্প ব্যয়েই এবার তাদের পুজো হবে। তবে দমদম পার্ক কিন্তু, পুজো উপলক্ষে ' বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে পুজো ' - এই ভাবনার একেবারেই পক্ষে নয়। তাদের বিশ্বাস সেই অতিরিক্ত ব্যয়ের পরিমাণকে কিছু সমাজসেবা মূলক কাজে ব্যবহার করলে তা অধিক লাভদায়ক হবে। নিঃসন্দেহে তাদের এই ভাবনা এবং মানসিকতা অবশ্যই দৃষ্টান্তমূলক।