ভারত জোড়ো যাত্রার পাল্টা বিজেপির কংগ্রেস তোড়ো যাত্রা

author-image
Harmeet
New Update
ভারত জোড়ো যাত্রার পাল্টা বিজেপির কংগ্রেস তোড়ো যাত্রা

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার পাল্টা কংগ্রেস তোড়ো যাত্রা শুরু করল বিজেপি। এই যাত্রা গোয়াতে শুরু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গোয়ায় কংগ্রেসের ১১ জন বিধায়কের মধ্যে ৮ জন এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। এর আগে বিজেপির গোয়া রাজ্য সভাপতি সদানন্দ তানাভাদেও দাবি করেছিলেন, কংগ্রেসের ৮ জন বিধায়ক আজ বিজেপিতে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী সাওয়ান্ত একটি সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলকে কটাক্ষ করেছেন।