নিজস্ব সংবাদ: এ বছর পুজোয় মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ছবি। তালিকায় রয়েছে পারিবারিক ছবি থেকে রোমান্টিক, সাসপেন্স থ্রিলার, বায়োপিক ও বাস্তবধর্মী-নানা স্বাদের ছবি। এবার পুজোয় মুক্তি পেতে চলেছে পাঁচ থেকে ছটা বাংলা ছবি।দুর্গাপুজোরকে মাথায় রেখে পুজোয় মুক্তি পাচ্ছে সৌভিক দে-এর ছবি" বিজয়া দশমী"। বাংলা থ্রিলার সিনেমা “বিজয়া দশমী” এর ট্রেলার ও মিউজিক ইতিমধ্যেই লঞ্চ হয়েছে । পরিচালক সৌভিক দে ছবিটি সম্পর্কে বলেন,"শহরে মধ্যবয়স্ক মহিলারা একের পর এক খুন হয়ে যাচ্ছে। এরই মাঝে একজন যুবক তাঁর মাকে মহালয়ার দিন হারিয়ে ফেলেন এবং পুলিশের দ্বারস্থ হন। পুলিশি তদন্তে অনেক অজানা এবং হাড়হিম করা তথ্য উঠে আসে। ওই যুবক কি ওঁর মাকে আদৌ খুঁজে পাবে, নাকি সিরিয়াল কিলারের সঙ্গে এই মিসিং কেসটাও কোনওভাবে জড়িত । ক্লাইম্যাক্সে রয়েছে এমন কিছু টুইস্ট এন্ড টার্নস যা হবে সকলের কল্পনার অতীত। "