New Update
/anm-bengali/media/post_banners/fwPGpPGn1DX6r7fLo1WE.jpg)
নিজস্ব প্রতিনিধি-অভিনেত্রী অনন্যা পান্ডে মঙ্গলবার তার নতুন বেস্ট ফ্রেন্ড খুঁজে পেয়েছেন, তিনি আর কেউ নন বলিউডের অন্যতম অভিনেতা রণবীর কপূর।ইতিমধ্যেই অভিনেত্রী অভিনেতার সঙ্গে তাদের প্রথম শুটিং থেকে কিছু ছবি শেয়ার করেছেন।
অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রণবীরের সঙ্গে কয়েকটি একরঙা ছবি প্রকাশ্যে এসেছেন। তারা দুজনেই ট্রেডিশনাল পোশাক পরেছিলেন।এই নতুন বন্ধুত্বকে 'দোস্তআস্ত্র' নামে অভিহিত করে তিনি লিখেছেন, "নতুন দিন, নতুন শ্যুট, নতুন বেস্ট ফ্রেন্ড #দোস্তআস্ত্র।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us