New Update
/anm-bengali/media/post_banners/WTcGBj91IV8gXGLogVX1.jpg)
হাবিবুর রহমান, ঢাকাঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত কয়েকদিনে ধরেই বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি, ভোর থেকেই ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। তবে বৃষ্টির প্রবণতা বাংলাদেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশি।
মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা রয়েছে। থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি থাকায় ঢাকায় অফিসমুখী মানুষ দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়াও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়ে বিপাকে। বৃষ্টি থাকায় ঢাকায় দেখা দেয় যানবাহন সংকট। একই সঙ্গে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপ অব্যাহত থাকায় সমুদ্রবন্দরে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতেও বলা হয়েছে। পাশাপাশি পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us