'আমাকে টাচ করছেন কেন?' মহিলা পুলিশকে বললেন শুভেন্দু

author-image
Harmeet
New Update
'আমাকে টাচ করছেন কেন?'  মহিলা পুলিশকে বললেন শুভেন্দু

নিজস্ব সংবাদদাতাঃ 'আপনি পুরুষ পুলিশ ডাকুন। ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মাই বডি। একি আপনি আমাকে টাচ করছেন কেন?' প্রিজন ভ্যানে ওঠার আগে এমনটাই বলে উঠলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন অভিযানের আগে সাঁতরাগাছিতে শুভেন্দুর মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিকে এক মহিলা পুলিশকর্মীরা শুভেন্দুর হাত ধরে টেনে বলেন, আপনি চলুন স্যার। আর এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী।