New Update
/anm-bengali/media/post_banners/wYg0idGszDaK6Sjc0VkD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব ফুটবল অন্যতম এক ফুটবলারের নাম দিমিতর বার্বাটভ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ কিছু স্মরণীয় ম্যাচ এবং গোল রয়েছে তাঁর নামের পাশে। তেমনই এক গোলের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের জনপ্রিয় হচ্ছে। নিজেদের অর্ধ থেকে আক্রমণ তৈরি করেছিলেন তিনি। প্রায় পুরো মাঠে ছুটে যাওয়ার পর গোলটাও তিনি করেছেন।
Dimitar Berbatov was a joy to watch. 🤩
📽 @ManUtdpic.twitter.com/U457E38HAl— Football Tekkers (@BallTekkers) September 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us