/anm-bengali/media/post_banners/58hhYtxVGkmEZZQxi8ly.jpg)
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : নবান্ন অভিযানে যেতে বিজেপিকে 'বাধা' দেওয়ার অভিযোগ, সোনামুখী পুলিশ আটক করলো ২৫ জন বিজেপি কর্মীকে ।
উল্লেখ্য, আজ দুপুর একটায় বিজেপির নবান্ন অভিযান রয়েছে। সেই উদ্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা কলকাতার উদ্দেশ্যে বাসে ট্রেনে করে রওনা দিয়েছেন । সে মতই সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী সোনামুখীর বিজেপি কর্মীদের সাথে নিয়ে নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেন । কিন্তু সোনামুখী স্টেশনে ঢোকার আগে তাদের আটকে দেওয়া হয় । সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয় । পাশাপাশি ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে সোনামুখী থানায় নিয়ে আসে পুলিশ । তারই প্রতিবাদে সোনামুখী থানায় বেশ কিছুটা সময় বিজেপি কর্মীরা বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখান । যদিও উপরে বিজেপি কর্মীদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গেছে ।
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান, 'সরকার কত নিচে নেমে গেছে এভাবে গণতন্ত্রকে রাখা যায় না । আজ ঐতিহাসিক নবান্ন অভিযান হবে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই যতদিন না মুখ্যমন্ত্রীর পদত্যাগ হবে ততদিন এই নবান্ন অভিযান চলবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us