কুয়েতের রাষ্ট্রদূতকে স্থানান্তর করা হল জাপানে

author-image
Harmeet
New Update
কুয়েতের রাষ্ট্রদূতকে স্থানান্তর করা হল জাপানে



নিজস্ব সংবাদদাতা: কুয়েতের রাষ্ট্রদূত সিবি জর্জকে স্থানান্তর করা হয়েছে জাপানে। জাপানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। 

H.E. Shri. Sibi George

তিনি শীঘ্রই জাপানে কার্যভার গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সোমবার এই সংবাদ জানানো হয়েছে।

Interview With H.E Shri Sibi George, Indian Ambassador to Kuwait. -  Q8India.com