New Update
/anm-bengali/media/post_banners/i9XMzmyYIMFBVuyNw5zo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৭৭ বছরে পা রাখল চক্রবেড়িয়া সার্বজনীন। এবারের তাদের পুজোর থিম বোধোদয়। সম্প্রতি সময়ের সাধারণ মানুষের জীবনধারাকে ফোকাসে রেখে দুর্গা পুজো মন্ডপ নির্মাণ চলছে। বিগত কয়েক বছর আবদ্ধ জীবন কাটিয়ে মানুষ। সেখান থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসার আর্তি, মায়ের কাছে প্রার্থনা। এটাই চক্রবেড়িয়া সার্বজনীনের ভাবনা। গত বছর ইম্প্যাক্ট শারদ আনন্দ সেরা পুজোর সম্মান পেয়েছিলেন তাঁরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us