New Update
/anm-bengali/media/post_banners/K1PvkXBTKfcNGnmUdXUf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার মানুষের জন্য একের পর এক করে চলেছেন রাষ্ট্রপতি জো বাইডেন। তারই সঙ্গে নিজের জন্য ভোটও চাইছেন তিনি। এবার ভোট পেতে নয়া কৌশল বের করলেন জো বাইডেন।
তিনি বলেন, "ডেমোক্রেটরা উন্নত আমেরিকার জন্য একটি উন্নত দৃষ্টিভঙ্গি গড়ে তুলছে। এবার আমাদের হাতে রয়েছে এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বেরিয়ে যাব নাকি এই দৃষ্টিভঙ্গির সমর্থনে আমরা ভোট দেব"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us