পাঞ্জাবে বাড়ছে মাদকাসক্তি! রইলো ভিডিও

author-image
Harmeet
New Update
পাঞ্জাবে বাড়ছে মাদকাসক্তি! রইলো ভিডিও

নিজস্ব সংবাদদাতা : মাদক পাচার কিংবা মাদকের প্রতি কি আসক্তি বাড়ছে পাঞ্জাবে? সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে উঠছে এমনই সব প্রশ্ন। ভিডিওয় মাদকে আসক্ত এক নববধূ মহিলাকে দেখা যাচ্ছে। যিনি হাঁটা তো দূর, নিজের পায়ে পর্যন্ত ঠিকভাবে দাঁড়াতে পারছেন না। ঘটনাস্থল অমৃতসর পূর্ব নির্বাচনী এলাকার মকবুলপুরা এলাকা। শহরটি শিখদের পবিত্র শহর। মাদকের অপব্যবহার এবং আসক্তদের সাথে সম্পর্কিত বিষয়গুলির জন্য কুখ্যাতভাবে পরিচিত এলাকাটি।মাদক সেবন সংক্রান্ত ঘটনার জন্য এলাকাটি প্রায়ই শিরোনামে থাকে। পুলিশ অনেক মাদক মুক্ত 'ড্রাইভ' চালু করেছে কিন্তু বেশিরভাগই কাঙ্খিত ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। সেই এলাকায় ঘটা এহেন ঘটনায় তাজ্জব সকলে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, মকবুলপুরা পুলিশ এলাকায় একটি তল্লাশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। উদ্ধার হয় মাদক।