এবার মদনের নিশানায় দিলীপ

author-image
Harmeet
New Update
এবার মদনের নিশানায় দিলীপ

নিজস্ব সংবাদদাতা:   দিলীপ ঘোষের বাঁশ দাওয়াইয়ের পাল্টা মদন মিত্রের। মদন মিত্র বলেন, ‘এক নেতা বলছেন পুজোর আগে কচি বাঁশ কিনেছেন। আমি বলছি, উনি বাঁশের ব্যবহার জানেন না। উনি কিনুন আমি ব্যবহার করে দেখিয়ে দেব।' নাম না করে দিলীপ ঘোষকে নিশানা মদন মিত্রর।