New Update
/anm-bengali/media/post_banners/wMR2RYxOlRQ4845JRyXW.jpg)
সুদীপ ব্যানার্জী, কোচবিহার: প্রত্যেক নাগরিকদের ডিজিটাল রেশন কার্ড দেওয়ার দাবিতে আন্দোলনে নামল কোচবিহারের জেলা ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার কোচবিহারে মিছিল করে খাদ্য ও সরবরাহ দপ্তরে তারা বিক্ষোভ দেখিয়ে একটি স্মারকলিপি দেয়। কর্মসূচিতে দলের নেতা দীপক সরকার, দেবাশিস বণিক, পঞ্চানন রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। দীপকবাবু জানিয়েছেন, কোচবিহারের কয়েক লক্ষ মানুষ এখন পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড পাননি। তাঁদের দ্রুত রেশন দিতে হবে । পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের দাবি, যাঁরা আয়কর দেন না এমন মানুষদের প্রতি মাসে ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us