এবার কারা থাকছেন বিগ বস এর ঘরে?

author-image
Harmeet
New Update
এবার কারা থাকছেন বিগ বস এর ঘরে?

​নিজস্ব সংবাদদাতাঃ ৮ আগস্ট থেকে ভুট-এ শুরু হতে চলেছে ‘বিগ বস’-র সম্প্রচার।কারণ জোহর প্রিমিয়ার করতে চলেছে এই শোটি। আগামী ১৯ সেপ্টম্বর থেকে টেলিভিশনে সম্প্রচারিত হতে চলেছে। প্রত্যেক বারের মতো এবারও ঘুরছে সেই প্রশ্নই, কে কে থাকবেন এবার বিগ বসের ঘরে?

 ৬ সপ্তাহ পর্যন্ত যা শুধু এখানেই দেখানো হবে। এই শোয়ে এবারে একের পর এক তারকা ধামাকা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কারা রয়েছেন এবারের তালিকায়

অর্জুন বিজলানি: টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি  প্রথম প্রতিযোগী যিনি বিগ বস ১৫ এর জন্য নির্বাচিত হন। 

নিয়া শর্মা :টেলিভিশনের অন্যতম 'হটি' বলা হয় তাকে। সেক্সিয়েস্ট এশিয়ান নারীদের মধ্যে দ্বিতীয় নিয়া শর্মা অংশগ্রহণ করতে চলেছেন বিগ বস ১৫- এ। 

রিয়া চক্রবর্তী : অভিনয়ের জন্য তাকে অনেকেই জানেন তবে অভিনেতা সুশান্তের মৃত্যুর সময়ে তিনি যেভাবে আলোচিত তাতে দর্শক তাকে দেখার আগ্রহে অবশ্যই থাকবেন। রিয়া চক্রবর্তী থাকছেন বিগ বস এর ১৫ নং সিজনে।

 জেনিফার উইঙ্গেট: বলিউডের বিখ্যাত টেলিভিশন তারকা জেনিফার উইঙ্গেট  বিগ বস এর ১৫ নং সিজনে অংশগ্রহণ করতে চলেছেন। 

নেহা মারদা: টেলিভিশনের জনপ্রিয় শো  'বালিকা বঁধু' তে দর্শক তাঁকে আপন করে নিয়েছিল, এরপরেও বহু টেলিভিশন সোপওপেরায় কাজ করেছেন তিনি। নেহা মারদা হলেন  বিগ বস এর ১৫ নং সিজনের একজন প্রতিযোগী। 

সুরভি চন্দনা : নিজের কেরিয়ার শুরু করেন টেলিভিশনের সিরিয়াল 'ইস্কবাজ' শো দিয়ে পরবর্তীকালে 'নাগিন' এর ৫ নং সিসনে অভিনয় করে আলোচনার শীর্ষে তিনি, সুরভি চন্দনা হলেন বিগ বস এর ১৫ নং সিজনের একজন প্রতিযোগী।

নিকিতিন ধির :হিন্দি ও  তেলেগু অভিনেতা তিনি।  নিকিতিন ধির বিগ বস এর ১৫ নং সিজনে অংশগ্রহণ করতে চলেছেন।

তেজস্বী প্রকাশ: টেলিভিশনে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি, তার বাবলি লুকের জন্য দর্শকের কাছে প্রিয় তিনি, এর পরে খতরো কে খিলাড়ির প্রতিযোগীও তিনি। তেজস্বী প্রকাশ বিগ বস এর ১৫ নং সিজনের একজন প্রতিযোগী।

দিশা পারমার: সম্প্রতি ধুমধাম করে রাহুলের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছেন দিশা পারমার। বিগ বস এর ১৪নং সিজনে রাহুল অংশগ্রহণ করেছিলেন, সেখানে তাদের প্রেমের মিষ্টি গল্প বিগ বসের সমস্ত দর্শকদের চোখে পড়েছে। দিশা পারমার হলেন এবারের বিগ বস ১৫ নং সিজনের একজন প্রতিযোগী। 

আদা খান: 'নাগিন'  সিরিয়ালের এই অভিনেতা পরিচিত মুখ, আদা খান হলেন বিগ বস এর ১৫ নং সিজনের একজন প্রতিযোগী। 

অভিজিৎ সাওয়ান্ত: ২০০৫ সালের 'ইন্ডিয়ান আইডল' এর বিজেতা তিনি, অভিজিৎ সাওয়ান্ত হলেন বিগ বস এর ১৫ নং সিজনের একজন প্রতিযোগী।

কৃষ্ণা অভিষেক: কমেডিয়ান কৃষ্ণা অভিষেককে অনেকেই চেনেন, গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক বিগ বস এর ১৫ নং সিজনের একজন প্রতিযোগী।  

দিশা ভাকানী: টেলিভিশনের  অন্যতম শো  'তারেক মেহতা কা উল্টা চাশমা'।  এই শোয়ের অভিনেতা দিশা ভাকানী তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন, তিনি বিগ বস এর ১৫ নং সিজনের প্রতিযোগী।   

আদিত্য নারায়ণ: শুধু উদিত নারায়ণ এর ছেলে বলেই নয় তাঁর গানেও মুগ্ধ শ্রোতারা,আদিত্য নারায়ণ  হলেন বিগ বস এর ১৫ নং সিজনের প্রতিযোগী।