New Update
/anm-bengali/media/post_banners/3xYv0DZf16ULtxNX8ESN.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজই দিল্লি থেকে ত্রিপুরায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আগরতলা বিমানবন্দরে নামতেই দলের পক্ষ থেকে তাকে অভিবাদন জানানো হয়।
ইতিমধ্যেই বিশাল দ্বায়িত্ব তার ঘাড়ে পড়েছে, ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি মাত্র আসনে আসন্ন উপনির্বাচনে রয়েছে তাতে বিজেপির প্রার্থী হিসেবে ওনার নামই মনোনীত করা হয়েছে।
​
আগারতলা নেমেই তিনি দাবি করে বলেন, ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।সম্প্রতি তাকে হরিয়ানার দ্বায়িত্বও দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন,"ত্রিপুরাতে থেকেই কাজ করব"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us