রানির মৃত্যুতে বদলে যাবে ব্রিটেনের পতাকাও

author-image
Harmeet
New Update
রানির মৃত্যুতে বদলে যাবে ব্রিটেনের পতাকাও

নিজস্ব সংবাদদাতাঃ গণতন্ত্রের দেশ নয়। রাজতন্ত্রের দেশ। সেখানে সিংহাসনের উত্তরাধিকারীই শেষ কথা। সিংহাসনের উত্তরাধিকারী বদল হলে তাই বদলে যায় দেশের নিয়মকানুনও। বৃহস্পতিবার বিকেলে স্কটিশ বালমোরাল প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণার সঙ্গে সঙ্গেই সেই পালাবদলের গল্পেরও শুরু। বদলে যাবে পতাকা। রাজকীয় লাঞ্ছন, যেখানে মুদ্রিত রয়েছে ‘ইআইআইআর’ অক্ষর চারটি, পাল্টাতে হবে তা-ও। ব্রিটিশ সেনার সমস্ত কিছু যেখানে, তা সরকারি ভবন, দপ্তর হোক বা সেনা বিভাগের বিভিন্ন দপ্তর, সর্বত্র এতদিন ‘রানির রং’ হিসাবে ছিল নীল-লাল-সোনালির ছোঁয়া। কখনও আবার শুধু সোনালি রঙে অঙ্কিত হয়েছে প্রতীক। এই সমস্ত রং ‘রানির রং’ হিসাবে চিহ্নিত হয়েছে। এবার তা পাল্টে ফেলতে হবে। ব্রিটেনের রয়্যাল পোস্টের সমস্ত চিহ্ন যা এতদিন ‘এআর’ অক্ষর বহন করত সেখানে বসবে নতুন রাজার প্রতীক।