নিজস্ব সংবাদদাতা : নেপালে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সীমান্তের গ্রামগুলি। ভারত সীমান্তে খোটিলা গ্রামে দেখা দিয়েছে বন্যা। কালী নদীর জলস্তর বেড়ে ঘটেছে বিপত্তি। বাড়ির ভেতরে ঢুকেছে নদীর জল। সঙ্গে কাদায় ভরেছে ঘর। মৃত্যু হয়েছে এক মহিলার। ভারত-নেপাল সীমান্তের বঙ্গবাগর গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে।
আধিকারিকরা জানিয়েছেন, নদীর জল ধ্বংসাবশেষের সাথে মিশে খোটিলা গ্রামের ৩৬টি বাড়িতে ঢুকে পড়েছে।গ্রামের ১৭০ জন ক্ষতিগ্রস্ত মানুষকে সরিয়ে নিয়ে ধারচুলা স্টেডিয়ামে নির্মিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।ধারচুলা প্রশাসন স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এবং পুলিশ কর্মীদের সহায়তায় ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে।