নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদানের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার নিজের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারী বিশ্বনেতাদের মধ্যে তিনিও থাকবেন। জো বাইডেন বলেন, ‘এখনও বিস্তারিত জানি না। তবে আমি যাচ্ছি।’ হোয়াইট হাউজের কর্মকর্তারাও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেননি।