২০১৩ সালের পর ইউরোপায় এই প্রথম জয়

author-image
Harmeet
New Update
২০১৩ সালের পর ইউরোপায় এই প্রথম জয়

নিজস্ব সংবাদদাতা: ২০১৩ সালের পর এই প্রথম। ইউরোপা লিগে অবশেষে জয়ের দেখা পেল ফ্রেইবুরগ। কোয়ারাবাগ এফকের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে তারা। 

ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে গিয়েছিল ফ্রেইবুরগ। পেনাল্টি থেকে হয়েছিল গোল। এরপর ১৫ মিনিটে দ্বিতীয় গোল। প্রতিপক্ষ দল একটি গোল শোধ করলেও ম্যাচ জিতে নেই ফ্রেইবুরগ।