/anm-bengali/media/post_banners/IDYXRzYG6SkNXK7BRo2q.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: চা-বাগানে চিতাবাঘের আতঙ্ক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গরুমারা অভয়ারণ্য সংলগ্ন দক্ষিণ ধূপঝোরা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চা-বাগানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক তজমল হকের ছোট চা বাগানে একটি চিতাবাঘকে দেখতে পাওয়া যায়। এদিন ওই চা বাগানে শ্রমিকরা চা পাতা তোলার কাজ করার সময় সেই চিতাবাঘটি দেখতে পায়।
খবর চাউর হতেই আতঙ্কে বাগানে পাতা তোলার কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। খবর চাউর হতেই মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা গিয়ে চিতাবাঘের খোঁজে চা বাগানে তল্লাশি চালালেও কোনও খোঁজ পাওয়া যায়নি চিতাবাঘটির।
পরে অবশ্য ফের শ্রমিকরা কাজে যোগদান করে।জানা গিয়েছে, এর আগেও ওই চা বাগানে চিতাবাঘের দেখা পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি ছাগলকেও মেরেছে চিতাবাঘ। চিতাটিকে ধরতে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাগানের মালিক। খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গিয়েছে, লিখিতভাবে খাঁচার জন্য আবেদন জানালে বাগানে খাঁচা বসানো হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us