নিজস্ব সংবাদদাতাঃ আর্জেন্টিনার এক টিভি সঞ্চালক রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিদ্বেষ মূলক মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই টেলিভিশন সঞ্চালক স্যান্টিয়াগো কুন্ড বলেছেন, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্যাম্পেনের বোতল খুলে আনন্দ উৎসব করা উচিত। ওই ক্লিপটি বিরক্তির সৃষ্টি করছে মানুষের মনে এবং সরানো হয়েছে ভিডিওটি। তাঁর ভাষাকে অনুবাদ করলে বোঝা যায় তিনি রানিকে "বুড়ি" বলেছেন।​