New Update
/anm-bengali/media/post_banners/953vTD49FCI5t6Z8IiJl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাগুইআটিতে দুই ছাত্রের অপহরণ ও নৃশংস খুনের ঘটনায় অশান্ত গোটা রাজ্য। এরই মাঝে অবশেষে দু সপ্তাহ পর গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। শুক্রবার হাওড়া স্টেশন চত্ত্বর থেকে গ্রেফতার করা হয়েছে সত্যেন্দ্র চৌধুরীকে।
জানা গিয়েছে, ফোনের টাওয়ার লোকেটেড করেই তার সন্ধান পায় পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ট্রেন ধরে পালানোর পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর৷ তবে তার আগেই সত্যেন্দ্রকে গ্রেফতার করল পুলিশ। বিধানননগর কমিশনারেটের হাতে গ্রেফতার হয়েছে সত্যেন্দ্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us