New Update
/anm-bengali/media/post_banners/Wa1lsQYOPYMYdBeKqcYf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গ্রাহাম পটারকে নতুন কোচ হিসেবে নিয়োগ করল চেলসি। মরসুমের শুরু থেকে টমাস টুচেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাশা মতো দলের পারফরম্যান্স মেলে ধরতে পারেননি।
​
একাধিক ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল দল। খারাপ পারফরম্যান্সের জেরে বরখাস্ত করা হয়েছি তাঁকে। টুচেলের জায়গায় কোচ হিসেবে নিয়োগ করা হল গ্রাহাম পটারকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। পাঁচ বছরের চুক্তিতে স্ট্যাম্ফোর্ড ব্রিজে এসেছেন তিনি।
Chelsea Football Club is delighted to welcome Graham Potter as our new Head Coach! 🤝
— Chelsea FC (@ChelseaFC) September 8, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us