New Update
/anm-bengali/media/post_banners/TMadGvz1lToeeWWiiFbM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় সিদ্ধান্ত নিল ভারত ও চিন। দুই দেশের তরফে যৌথ বিবৃতি জারি করে জানানো হয়েছে, গোগরা-হট স্প্রিংস পিপি-১৫ এলাকায় ভারতীয় ও চিন সেনারা সমন্বিত ও পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন হতে শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 'বৃহস্পতিবার ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠকের ১৬তম রাউন্ডে ঐকমত্য অনুযায়ী, গোগরা-হটস্প্রিংস (পিপি-১৫) এলাকায় ভারতীয় ও চিনের সেনারা সমন্বিত ও পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন হতে শুরু করেছে, যা সীমান্ত এলাকায় শান্তি ও প্রশান্তির জন্য সহায়ক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us