নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি রাজ্যের আবগারি দপ্তর আইন সংশোধন করেছে। আইন সংশোধন করে দেশি মদের তুলনায় রাজ্যে প্রস্তুতকারক বিদেশি মদ উৎপাদনের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করা হয়েছে।এর জন্য বিশেষ লাইসেন্স দেবে রাজ্য আবগারি দফতর। তবে তা একেবারে বন্ধ করার পক্ষে নারাজ রাজ্যের আবগারি দফতর। ধাপে ধাপে তা বন্ধ করা হবে বলে জানা গিয়েছে। তার জন্য দেশি মদের দাম বাড়ানো হচ্ছে বলেই আবগারি দফতর সূত্রে খবর।