জল ঘোলা, নিজেই পুরসভায় অবস্থানে বসলেন ওয়ার্ড কাউন্সিলর

author-image
Harmeet
New Update
জল ঘোলা, নিজেই পুরসভায় অবস্থানে বসলেন ওয়ার্ড কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : এলাকায় জলের সমস্যা এবং ঘোলা কালো জল খেয়ে ডায়রিয়া হওয়ার আশঙ্কায় এবার খোদ নিজে পৌরসভায় বিক্ষোভ অবস্থানে বসলেন ওয়ার্ড কাউন্সিলর। এমনই ঘটনার মুখোমুখি মেদিনীপুর পৌরসভা। সবেমাত্র মাস পাঁচেক বয়স হয়েছে মেদিনীপুর পৌরসভার নতুন বোর্ডের। ইতিমধ্যে মেদিনীপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা নিয়ে অবস্থানে বসলেন ওয়ার্ড কাউন্সিলার মহম্মদ সাইফুল।



প্রসঙ্গত, ২১ নম্বর ওয়ার্ড মির্জাবাজার, কামারপাড়া, কুমোর পাড়া রয়েছে অনগ্রসর তফসিলি এবং মাইনোরিটি ওয়ার্ড ভুক্ত। যেখানে বেশিরভাগ মানুষই দুঃস্থ গরিব এবং অনগ্রসর। মানুষজন এবং ওয়ার্ড কাউন্সিলার এর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই জলের সমস্যা রয়েছে। বিগত ১০ বছর ধরে বড় কোনও সাবমারসিবল বসিয়ে জলের সমস্যা মেটায়নি পৌরসভা, এছাড়া যে কলগুলো রয়েছে সেগুলোতে আদৌও জল পড়ে না দীর্ঘ ছয় মাস ধরে। পৌরসভা যেখানে উৎসবে -আমোদে -প্রমোদে কোটি কোটি টাকা খরচা করছে সেখানে বারংবার জলের সমস্যা নিয়ে দাবি পত্র দিয়েও মেটেনি বলে দাবি কাউন্সিলারের।এছাড়া এলাকায় যে কল রয়েছে তা দীর্ঘদিন ধরে খারাপ। যে কলগুলিতে জল পড়ছে তা কালো এবং ঘোলা এবং তাতে জীবাণু ভর্তি। এই জল পান করলে পেটের রোগে ভুগবেন এলাকার মানুষ। বারংবার অভিযোগ মৌখিক এবং লিখিত দেওয়া হয়েছে কিন্তু পৌরসভা সাড়া দিচ্ছে না।