New Update
/anm-bengali/media/post_banners/VeL6nAgnCzBXeWyzhVxV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডুরান্ড কাপে দল নামিয়েছিলে ইমামি ইস্টবেঙ্গল। অল্প কয়েক দিনের অনুশীলনের পরেই টুর্নামেন্টে খেলতে নেমেছিল তারা। ফলত লাল হলুদ ব্রিগেডের খেলা জমাট বাঁধেনি।
অনুশীলন শুরু হওয়ার বেশ কয়েক দিন পর নিশ্চিত করা হয়েছিল গোলরক্ষক কোচ। এখন স্কোয়াডের গোলকিপারদের নিয়ে তিনি ব্যস্ত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে অনুশীলনের কিছু ছবি।
লাল-হলুদ দুর্গের প্রহরীদের মহড়া চলছে। 🧤#JoyEastBengal#EmamiEastBengalpic.twitter.com/VvxvMcZ6uy
— Emami East Bengal (@eg_eastbengal) September 7, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us