New Update
/anm-bengali/media/post_banners/9quKQs5D0OXsJldPrkKd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় লিগের পাশাপাশি শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন দলেরা একে অন্যের বিরুদ্ধে মাঠে নামছে। যার ফলে ইতিমধ্যে টুর্নামেন্টে হয়েছে একাধিক বিশ্ব মানের গোল। তারই মধ্যে চারটি গোলের একটি কোলাজ ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে কোনটা সেরা, সেটাই দর্শকদের জিজ্ঞাসা করা হয়েছে সামাজিক মাধ্যমের পোস্টের মাধ্যমে।
Goal of the Week! ⚽️ A, B, C or D? 🤷#UCLGOTW | @Heineken | #UCL
— UEFA Champions League (@ChampionsLeague) September 7, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us