​নিজস্ব সংবাদদাতাঃ ঘরের মাঠে অলিম্পিক্সের মতো মঞ্চ। কিন্তু সেই মঞ্চের রানি হতে পারলেন না নাওমি ওসাকা। মহিলাদের টেনিসে সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হেরে ছিটকে গেলেন তিনি। হেরে গেলেন মারকেটা ভনড্রোউসোভার বিরুদ্ধে। খেলার ফল মারকেটার পক্ষে ৬-১, ৬-৪।