নিজস্ব সংবাদদাতা: NCAP-এর আওতায় ১৩১টি শহরের মধ্যে ৯৫টিতেই বায়ুর গুণমানে উন্নতি দেখা গিয়ছে। ২০১৭ সালে, বেনারসের বার্ষিক PM 10 ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৪৪ মাইক্রোগ্রাম। এটি ২০২১-২২ সালে প্রতি ঘনমিটারে ১১৪ মাইক্রোগ্রামে নেমে এসেছে।CPCB-এর মূল্যায়ন অনুসারে দিল্লির বায়ুর গুণমানও উন্নত হয়েছে। ২০১৭ সালে, দিল্লির PM 10 বার্ষিক গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৪১ মাইক্রোগ্রাম। এটি ২০২১-২২ সালে প্রতি ঘনমিটারে তা ১৯৬ মাইক্রোগ্রামে নেমে এসেছে। প্রায় ১৮.৬ শতাংশ দূষণ কমেছে।