অজ্ঞাত পরিচয়-এর এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
অজ্ঞাত পরিচয়-এর এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


হরি ঘোষ, জামুড়িয়া: অজ্ঞাত পরিচয়-এর এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ার কুনুস্তোডিয়া এলাকায়। কেন্দা ফাঁড়ির পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আজ সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক কুনুস্তোড়িয়া কালী মন্দিরের বিপরীতে একটি জঙ্গলের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে কেউ সামনে যাননি। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় সূত্রে খবর, মৃতদেহটি বেশ কয়েকদিন আগের। মৃতদেহে পচন ধরেছে। শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কেন্দা ফাঁড়ির পুলিশ।