ফের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে গোলাগুলি

author-image
Harmeet
New Update
ফের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে গোলাগুলি

 হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশ-মায়ানমার সীমান্তে এলাকায় আবারও থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ  শোনা গেছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে তুমব্রু সীমান্তে ভারী গুলির শব্দে স্থানীয়দের মাঝে বাড়ছে আতঙ্ক। টানা দুই দিন ধরে থেমে থেমে ছোড়া হচ্ছে গুলি, আর্টিলারি ও মর্টার শেল। ভারী অস্ত্রের গোলাগুলির শব্দে সীমান্তের বাসিন্দাদের মাঝে বাড়ছে চরম আতঙ্ক। সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় সেখানে সীমান্ত সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে লোকজনদের যাতায়াত বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে তিন দফায় বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সেনাদের ছোড়া গোলা এসে পড়েছে। ঢাকা বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। ঢাকার বক্তব্য, 'মায়ানমারের উস্কানীর ফাঁদে পা দেব না।' 



 





 

জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আরসা ও মায়ানমার সেনাবাহিনীর মধ্যে এখনো সংঘর্ষ চলছে। তার উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের ভূখণ্ডে। টানা গত দুই দিন ধরে থেমে থেমে ছোড়া হচ্ছে গুলি, আর্টিলারি ও মর্টার শেল। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় গতকাল বুধবারও ভারী গোলাবারুদের আওয়াজ শোনা গেছে; এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উত্তেজনা বাড়তে থাকায় সেখানে সীমান্ত সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে। গত ১৭ দিন থেকে এই সড়কটি নির্মাণকাজ বন্ধ রয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যের রাখাইনদের সংগঠন আরাকান আর্মির সাথে মায়ানমারের সেনাবাহিনীর সংঘাতের মধ্যে মঙ্গলবার ও বুধবার সকাল থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পেয়েছেন তুমব্রু সীমান্তের বাসিন্দারা। বোমার শব্দে কাঁপছে পুরো এলাকা, সীমান্তবর্তী নাগরিকদের নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী।