New Update
/anm-bengali/media/post_banners/b98Lw1ccRNITsLUNa6t5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাগুইআটির জোড়া হত্যাকাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। প্রথম অপহরণ তারপর খুন, শহরের বুকে পুলিশের নাকের ডগায় এহেন ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। ইতিমধ্যে এই মামলার সমস্ত দায়িত্ব থেকে বাগুইআটি থানার ওসি কল্লোল ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছে। এদিকে বাগুইআটিতে বাধার মুখে পড়েছে পুলি বলে খবর।
​
মঙ্গলবার থেকেই দফায় দফায় চলছে বিক্ষোভ-অশান্তি। মৃত দুই পড়ুয়ার নাম অতনু দে এবং অভিষেক নস্কর। ২২ আগস্ট নিখোঁজ হওয়া দুই পড়ুয়াকে বাসন্তী হাইওয়েতে খুন করা হয় বলে অভিযোগ। এরপর প্রায় ১২ দিন পর বসিরহাট জেলা হাসপাতালের মর্গে সন্ধান মেলে অপহৃতদের মৃতদেহ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us