উত্তর ভারতের সবচেয়ে দূষিত শহর গাজিয়াবাদ

author-image
Harmeet
New Update
উত্তর ভারতের সবচেয়ে দূষিত শহর গাজিয়াবাদ

​নিজস্ব সংবাদদাতাঃ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (CSE) এর একটি সমীক্ষা বলছে যে উত্তর ভারতের ৫৬ টি শহরের মধ্যে গাজিয়াবাদ সবচেয়ে দূষিত। ২০২১ সালে PM2.5 স্তরের ডেটা দিয়ে করা রিপোর্ট অনুসারে গাজিয়াবাদের পরই ওই তালিকায় রয়েছে দিল্লি, নয়ডা এবং ফরিদাবাদ । ২০২১ সালে গাজিয়াবাদের বার্ষিক গড় দূষণের মাত্রা ছিল ১১৬ µg/m3 (মাইক্রোগ্রাম/কিউবিক মিটার)। 





















অন্যদিকে দিল্লি দ্বিতীয় সবচেয়ে দূষিত উত্তর ভারতীয় শহর এবং এই শহরের দূষণের মাত্রা ১০৯ µg/m3।