পাকিস্তানে ভয়াবহ বন্যার কবলে ৩৩ মিলিয়ন মানুষ

author-image
Harmeet
New Update
পাকিস্তানে ভয়াবহ বন্যার কবলে ৩৩ মিলিয়ন মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ বন্যার জেরে বধ্বস্ত পাকিস্তান। একটানা বৃষ্টির জেরে পাকিস্তানের খাইবার, পাখতুনওয়া, দক্ষিণ পাঞ্জাব প্রদেশের মত একাধিক এলাকা যখন ভেসে যাচ্ছে, সেই সময় একটি রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়, পাকিস্তানের বন্যার জেরে ৩৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্থ। যার মধ্যে রয়েছেন আফগান শরণার্থীরাও। তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। আফগান শরণার্থীদের একটি বড় অংশ পাকিস্তানের বিভন্ন প্রদেশে আশ্রয় নিয়েছেন। বন্যার জেরে এই সব শরণার্থীরাও ক্ষতির মুখে পড়েছেন। 



পাকিস্তানের বিভিন্ন এলাকা যখন বন্যার জেরে ভেসে যাচ্ছে, সেই সময় জল বাহিত রোগও বাড়ছে হু হু করে। এমনকী, চর্মরোগেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। ফলে সেখানে পাকিস্তানের একাধিক চিকিৎসকের পাশাপাশি রাষ্ট্রসংঘের কর্মীরাও এক নাগাড়ে কাজ করে যাচ্ছেন।