'ভারত ভেঙেছে কোথায় যে কংগ্রেস একে জোড়বার কথা বলছে'

author-image
Harmeet
New Update
'ভারত ভেঙেছে কোথায় যে কংগ্রেস একে জোড়বার কথা বলছে'

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ এন সিং। তিনি জানান, 'কংগ্রেস ও রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পরিভাষা নিয়ে আমার সমস্যা রয়েছে। ভারত ভেঙেছে কোথায় যে কংগ্রেস একে জোড়বার কথা বলছে। ভারত ভেঙে চুরমার হয়ে যায়নি... তাহলে আপনি কিভাবে তা বলতে পারেন? আপনি আপনার ইস্যুর ভিত্তিতে ভারতকে বিভক্ত করেছেন।'