নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমের দুবরাজপুর থেকে প্রচুর অবৈধ কয়লা উদ্ধার করল পুলিশ। সাদ্দাম খান নামে এক ব্যক্তির বাড়িতে ওই কয়লাগুলো উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই কয়লাগুলো উদ্ধার করেছে। সাদ্দাম খানের বাড়ি বীরভূমের দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক পলাতক। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকা থেকে প্রায় ৫০ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার করা হয়েছে।অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কোথা থেকে, কীভাবে এত অবৈধ কয়লা এখানে নিয়ে আসা হয়েছে এবং কোথায় বিক্রি করা হয়েছে অথবা এই ব্যবসার সঙ্গে কে কে যুক্ত রয়েছে সব বিষয়টি খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।