নকশাল বিরোধী অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেল পুলিশ

author-image
Harmeet
New Update
নকশাল বিরোধী অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেল পুলিশ


নিজস্ব সংবাদদাতা: বুধা পাহাড় এলাকায় ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে শুরু করে নকশাল বিরোধী অভিযান 'অক্টোপাস'।


এই অভিযান চলাকালীন ১০৬ টি বিভিন্ন ধরনের ল্যান্ডমাইন, ৩৬০ টিরও বেশি কার্তুজ ও ৫০০ মিটার কোডেক্স তারের অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে। 


এছাড়াও তীর বোমা ও বিভিন্ন ধরনের বিস্ফোরক পাওয়া গেছে। গত ৩ দিন ধরে চলছে এই অভিযান।