New Update
/anm-bengali/media/post_banners/zajb4NiGcD257wNL0B4Q.jpg)
নিজস্ব প্রতিনিধি-পুজোর আগেই বিশাল চমক দিলেন সানি লিওনি,এবারে একেবারেই ভিন্ন ভাবে চমক দিলেন তিনি, গারবা নাচে রেমো ডি'সুজার সঙ্গে বাজিমাত করতে চলেছেন অভিনেত্রী। সামনেই দুর্গাপুজো ও নবরাত্রি এরই পরিপ্রেক্ষিতে গারবার এই ভিডিওটি তৈরি হয়েছে।
কিছুদিন আগেই ড্যান্স অ্যালবামটির নজরকাড়া পোস্টার ও টিজার লঞ্চ করেছিলেন সানি ও রেমো।এবার সামনে এলো সানি-রেমোর ডান্স ভিডিও 'নাচ বেবি'।ভূমি ত্রিবেদী ও বিপিন পাটোয়ার গানে এই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সানি ও রেমো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us