ভোট পরবর্তী জুলুমবাজীর অভিযোগ এবার আলিপুরদুয়ারে

author-image
New Update
ভোট পরবর্তী জুলুমবাজীর অভিযোগ এবার আলিপুরদুয়ারে

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: বিজেপি করার অপরাধে রাতে নদী পারাপারের নৌকা বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা আলিপুরদুয়ারের কুমারগ্রাম দুয়ারের বিত্তবাড়ি এলাকায়। ভোট পরবর্তী জুলুমবাজীর অভিযোগ এবার আলিপুরদুয়ারে। বিজেপির পঞ্চায়েত সদস্যাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য হুমকি, চাপের অভিযোগ।  রাতের বেলা বন্ধ করে দেওয়া হচ্ছে গ্রামে ঢোকার নৌকা। অসম বাংলা সীমান্তের কুমারগ্রামের বিত্তিবাড়ি গ্রাম পরিদর্শন কুমারগ্রামের বিজেপি বিধায়কের। সংকোশ নদীর শাখা নদী পেরিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্প ঘেঁষা বিত্তিবাড়ি গ্রামে যাতায়াতের একমাত্র উপায়। গ্রামের জনসংখ্যা প্রায় ৯০০। অভিযোগ বিধান সভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই এই গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। রাতের বেলা গ্রামে ঢোকার নৌকা গ্রামের পাশ থেকে এপারে এনে রাখছেন দুষ্কৃতীরা। ফলে রাতের বেলা কোন প্রয়োজনে গ্রাম থেকে বের হতে পারছেন না গ্রামবাসীরা। এলাকার পঞ্চায়েত সদস্যা বিজেপির ফুলমতি মল্লিক। তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য অনবরত চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পঞ্চায়েত সদস্যার স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে বলে অভিযোগ। সোমবার বিত্তিবাড়ি গ্রামে যান বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। তিনি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের  নেতা বাবলু  কর বলেন "বিজেপির কাছে এইমুহূর্তে ইস্যু নেই।সমস্ত অভিযোগই ভিত্তিহীন।"