চন্দ্রকোনায় মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী

author-image
Harmeet
New Update
চন্দ্রকোনায় মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা : চন্দ্রকোনার ভেরবাজারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড না হওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী নার্সিং ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের ভেরবাজারে মৃত নার্সিং ছাত্রী তিথি দোলইয়ের বাড়িতে গিয়ে তার বাবা, মা ও পরিবারের সদস্যদের দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সাথে ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা। মৃত ছাত্রী তিথি দোলইয়ের ছবিতে মাল্যদান করে তার বাবা জয়দেব দোলই ও তার মা রিঙ্কু দোলইয়ের সঙ্গে কথা বলে সমবেদনা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের তরফে পরিবারের হাতে বিরোধী দলনেতা ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন বলে জানা গিয়েছে।