New Update
/anm-bengali/media/post_banners/yBnTUMhOMmZkvsdThmH7.jpg)
নিজস্ব প্রতিনিধি-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার মুম্বইয়ে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির সঙ্গে দেখা করেন।Sahyadri স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে বাফারিং মিডিয়া ডিরেক্টর অমিত বি ওয়াধওয়ানিও উপস্থিত ছিলেন।রোহিতের সঙ্গে দেখা করার পর শাহ টুইটারে 'সিংহম' পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করেন।
ছবিতে রোহিত ও শাহকে একে অপরের পাশে বসে আলোচনায় মগ্ন অবস্থায় দেখা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us